বিশ্বসাহিত্য কেন্দ্র অনলাইন বইপড়া কর্মসূচি
  • আলম তালুকদার

  • বই সংখ্যা: 3

ছড়াকার আলম তালুকদার। এ সময়ের অন্যতম প্রধান ছড়াকার তিনি। অনেকে ছড়া লেখাটাকে সহজ বলে মনে করেন। কিন্তু যারা লেখালেখি করেন তারা জানেন ছড়া লিখাটা কতটা কঠিন। শুধুমাত্র অন্তমিল দিয়ে হাটটিমা টিম টিম এর মতো ননসেন্স রাইম লেখাটাই ছড়া নয়। সহজ ছন্দবন্ধ লিখনির মধ্যে কখনো হাস্যছলে, কখনো বিদ্রুপে, কখনো রুদ্রতায় শব্দের গাঁথুনি নির্মান অত্যন্ত কঠিন কাজ। স্বার্থক ছড়াকার তিনি যিনি এই কঠিন কাজটিকে করেছেন অনায়াসলব্ধ। আলম তালুকদার তাদেরই একজন।

সরকারী চাকুরে হওয়া সত্বেও তিনি তার সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছেন। সরকারী চাকুরে হলে যে সাহিত্য চর্চা করা যাবে না এমন নয়। অনেকেই করেন। কিন্তু হাতেগোনা কজন ছাড়া এক্ষেত্রে সফলতার মুখ দেখা সম্ভব হয়নি তাদের পক্ষে। আলম তালুকদার সফল হয়েছেন এবং ছড়াকার হিসাবে তার জায়গা তিনি করে নিয়েছেন।

বইসমূহ



সর্বমোট অ্যাপ ডাউনলোড
২৬৬৪২
মোট নিবন্ধনকৃত ব্যবহারকারী
২৫৬৫১
সর্বমোট ডাউনলোড
১৯৫৩৬১১
সর্বমোট ভিজিটর
১৪৯৫৮৫৮