আহমাদ মাযহার জন্মেছেন ঢাকায়। জন্ম ২৭ মার্চ ১৯৬৩। লেখাপড়াও ঢাকায়। খিলগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ১৯৭৮ সালে। শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচ এস সি (১৯৮০), ঢাকা বিশ্ববিদ্যালয় [ঢাকা কলেজ] থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মান সহ স্নাতক (১৯৮৩) ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (১৯৮৪)। আধুনিকতা: পক্ষ বিপক্ষ (২০০১)[প্রবন্ধ-সমালোচনা-গবেষণা
], ব্যক্তি সমাজ সাহিত্য (২০০৮)[প্রবন্ধ-সমালোচনা], রবীন্দ্রনাথ নারী বাংলাদেশ (২০০৯), শিশুসাহিত্যের রূপরেখা (২০০৯) [সমালোচনা-গবেষণা], বাঙালির সিনেমা (২০০৯) [গবেষণা-সমালোচনা], দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী (১৯৯৭) [অনুবাদ], ঘুমের বাড়ি (১৯৮৫) [ছোটদের কবিতা], নীল পিয়ানো (১৯৮৬) [ছোটদের গল্প], ইঁদুরকে মেরেছি পালোয়ান হয়েছি (১৯৯৭) [ছোটদের গল্প], রূপের ঝিকিমিকি (২০১১) [ছোটদের কবিতা], আমার উপেক্ষিত কবিতাগুলো (২০১০) [কবিতা], ছড়াতত্ব ছড়াশিল্প (২০১১) [গবেষণা-সমালোচনা], বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস (২০০০) [ইতিহাস] ইত্যাদি। রচনা-সম্পাদনা মিলিয়ে বইয়ের সংখ্যা পঞ্চাশেরও বেশি।