বিশ্বসাহিত্য কেন্দ্রের ফটোগ্রাফিক সার্কেলের আয়োজনে 'পারিলের প্রকৃতি ও জীবন' শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী।
০২:১৮ অপরাহ্ন ২৫/১২/২০১৮
বিশ্বসাহিত্য কেন্দ্রের ফটোগ্রাফিক সার্কেলের আয়োজনে 'পারিলের প্রকৃতি ও জীবন' শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মোস্তফা। ২১-২৮ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত প্রদর্শনী চলবে। স্থান: বিশ্বসাহিত্য কেন্দ্র, চিত্রশালা। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনীর ছবি দেখা যাবে।
এই প্রদর্শনীতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পারিল গ্রামের নিত্যকার জীবনযাপনকে বিষয়বস্তু করা হয়েছে। এতে উঠে এসেছে পারিলের গ্রাম বাংলার প্রকৃতির নানা টুকরোচিত্র। প্রদর্শনীতে অংশ নিয়েছেন ৩৬ জন আলোকচিত্রী। প্রদর্শনীতে মোট ৫৭টি ছবি স্থান পেয়েছে।