বিশ্বসাহিত্য কেন্দ্র অনলাইন বইপড়া কর্মসূচি

কর্মসূচির নিয়মাবলী

  • এ কর্মসূচিটি আগ্রহী সকল পাঠকের জন্য উন্মুক্ত।

  • আগ্রহীগণ বিনামুল্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করে সদস্য হতে পারবেন।

  • সদস্য হতে হলে পাঠকের জন্মনিবন্ধন নম্বর বা জাতীয় পরিচয় পত্র নম্বর ও বিভিন্ন তথ্য প্রদানসহ সাম্প্রতিক সময়ে তোলা পাঠকের একটি ছবি আপলোড করতে হবে। নিজের ছবি ছাড়া অন্য কোন ছবি আপলোড করা করা হলে রেজিস্ট্রেশন গ্রহণযোগ্য হবে না।

  • রেজিস্ট্রেশন ফরম যথাযথভাবে পূরণ করার ২৪ ঘন্টার মধ্যে পাঠক ই-মেইলের মাধ্যমে সদস্য হওয়ার তথ্য নিশ্চিত হবেন।

  • একজন পাঠক একবার রেজিস্ট্রেশন করতে পারবেন। নিজের ছবি ছাড়া অন্যকোন ছবি আপলোড করা হলে বা কোনো ভুল তথ্য প্রদান করলে পাঠকের রেজিস্ট্রেশন সয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

  • পাঠকের নাম এবং আপলোড করা ছবি কখনো পরিবর্তন করা যাবে না।

  • যারা এ কর্মসূচির সদস্য হবেন তাদের মোট ৭২ টি বই পড়তে হবে।

  • একজন সদস্য বিনামূল্যে সকল বই ডাউনলোড করতে পারবেন। বইগুলো ডাউনলোড করতে আপনাকে কোন একটি সোস্যাল সাইটের বাটনে ক্লিক করে শেয়ার/লাইক দিতে হবে।

  • প্রতিটি বইপড়ার পরে বইটি কী কী কারণে ভাল লাগলো তা ব্যাখ্যা করে বইটির ওপর ৪০০ শব্দের মধ্যে পঠিত বইযের উপর বাংলায় একটি আলোচনা লিখে অনলাইনে নির্ধারিত ছকে দাখিল করতে হবে প্রতিটি বই সমন্ধে লেখার সময় এমনভাবে লিখতে হবে যাতে তা থেকে স্পষ্ট হয় যে বইটি ভালভাবে পড়া হয়েছে। শুধুমাত্র পাঠকের নির্বাচিত লেখা গ্রহণ করা হবে। আপনার লেখা নির্বাচনের জন্য একদল নির্বাচক কাজ করবেন।
  • একজন পাঠক প্রতি চারটি পঠিত বইযের জন্য একটি করে বই পুরস্কার হিসাবে পাবেন।  নির্বাচনের ফলাফল পাঠককে ই মেইলের মাধ্যমে বা এই সাইটে ফলাফল বিভাগে লিস্ট দিয়ে অবহিত করা হবে। একজন পাঠকের সাথে অন্য একজন পাঠকের লেখার উত্তরের মিল পাওয়া গেলে উভয়ের উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

  • পুরস্কারের বই ডাকযোগে সদস্যের বর্তমান ঠিকানায় পাঠিয়ে দেয়া হবে। প্রতি তিনমাস অন্তর এই পুরস্কার প্রেরণ করা হবে।

বিশেষ দ্রষ্টব্য: নিজের ছবি ছাড়া অন্যকোন ছবি আপলোড করলে ও নিজের বিষয়ে ভুল তথ্য প্রদান করলে এবং কর্মসূচির যে কোন পর্যায়ে তা প্রমাণিত হলে পাঠকের সদস্য অবহিত ব্যাতিরিকেই সয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।



সর্বমোট অ্যাপ ডাউনলোড
২৭২০৪
মোট নিবন্ধনকৃত ব্যবহারকারী
২৭২৭৬
সর্বমোট ডাউনলোড
১৯৭৯৭২৮
সর্বমোট ভিজিটর
১৫১৫১৫২