রীতা ভৌমিকের লেখা জাদুঘর গ্রন্থটি চমৎকার প্রচ্ছদ ও অঙ্গসৌষ্ঠবে প্রকাশিত হয়েছে। পেশায় সাংবাদিক রীতা ভৌমিক বিচিত্র বিষয় নিয়ে গ্রন্থ রচনা করে থাকেন। তাঁর লেখার বৈচিত্র্যের আরেকটি সংযোজন এই ‘জাদুঘর’ গ্রন্থটি। নামকরণের কারণে প্রথম মনে হতে পারে এটি জাদুঘর সম্পর্কে একটি তাত্ত্বিক ও বিশ্লেষণমূলক গ্রন্থ।