মশিউর রহমান. জন্ম : ৪ জুন, ১৯৭৪ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের একান্নবর্তী পরিবারে। রত্নগর্ভা মা হাসিনা খাতুন, বাবা মসলেম আলী ছিলেন ব্যবসায়ি। পড়াশোনা : বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও পরবর্তীতে সাহিত্যের প্রতি প্রবল আগ্রহের কারণে বাংলা সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেন। ইন্টারমিডিয়েটের পর কর্মজীবন শুরু ।